প্রকাশিত: Mon, Feb 19, 2024 3:47 PM
আপডেট: Wed, Apr 30, 2025 1:14 AM

[১]বিএনপি ভুলের চোরাবালিতে আটকা পড়েছে: ওবায়দুল কাদের

এম এম লিংকন: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্য করে বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ না করা এবং আন্দোলনের প্রক্রিয়া সবই ভুলছিল বিএনপির। 

[৩] আবার দেশে আন্দোলন করার মতো বিষয়-বস্তুও আগেও ছিল না এখনও নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলছেন, যে আন্দোলনে জনগণ অংশগ্রহণ করে না, সে আন্দোলন সফল হয়ে না। এগুলো শুধুই বিএনপির আষাঢ়ে গর্জন। 

[৪] তবে, যুবলীগ লিখিতভাবে ইসিতে বিএনপির নিষিদ্ধের দাবি করলেও আওয়ামী লীগ এখনো দলটির নিষিদ্ধের বিষয়ে কোন কিছুই ভাবেনি। যুবলীগ বা ছাত্র লীগ চাইলেই বিএনপি নিষিদ্ধ হবে না বলেও জানান তিনি। 

[৫] রোববার ( ১৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে নারী সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনীতদের মনোনয়ন পত্র জমা দেবার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

[৬] তিনি জানান, আওয়ামী লীগ শরিক ১৪ দলের জোটের সাথে জোটবদ্ধ হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সংসদ  নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সংরক্ষিত আসনের বিষয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অর্পণ করেছেন। 

[৭] মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন প্রার্থীর মধ্যে ৪৬ জন উপস্থিত ছিলেন বলে ওবায়দুল কাদের নিশ্চিত করেন। এছাড়া প্রার্থীদের প্রস্তাবক ও সমর্থক হিসেবে দলের এমপিরা উপস্থিত ছিলেন। 

[৮] এসময় দলের প্রতিষ্ঠা পরিষদ সদস্য কাজী আকরাম উদ্দিন, দলের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সরকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যশোর- ৩ আসনে সংসদ সদস্য এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদসহ আওয়ামী লীগের এমপি ও দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[৯] দ্বাদশ সংসদ কতটা কার্যকরী হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের উল্টো সাংবাদিকদের প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, সংসদ কেন কার্যকর হবে না! বাধাটা কোথায়? ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে। ভোট পড়েছে ৪১ শতাংশের বেশি। ২৮ টি দল অংশ নিয়েছে। এখানে একটা অপজিশন আছে। বিরোধী দলের ভূমিকায় জাতীয় পার্টি কার্যক্রম শুরু করেছে। স্বতন্ত্রদের বলা হয়েছে তারা প্রয়োজনে চাইলে সরকারের সমালোচনা করতে পারবে। সংসদ কার্যকর হওয়ার পথে কোনো বাধা বা অন্তরায় আছে বলে মনে করি না। 

[১০]  ভোটের পর এখনো আওয়ামী লীগ সতর্ক পাহাড়ায় আছে জানিয়ে তিনি বলেন, যদি কেউ এই নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্রমূলক, সন্ত্রাসমূলক তৎপরতায় আসে সেটা আমরা প্রতিরোধ করবো। সম্পাদনা : কামরুজ্জামান